বিডি ঢাকা অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে আযেশা সিদ্দিকা। অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থাযী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু।
অন্যন্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার প্রমুখ বক্তব্য রাখেন । বিশেষ অথিতি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
অনুষ্ঠানে জেলার মোট ৩৬ জনকে নগদ ১১ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকার ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্তমান সময়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের তালিকাভুক্ত মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এই অনুদানের চেক প্রদান করবেন।
নারীর ক্ষমতায়ন এবং অসচ্ছল নারীদের আর্থিক ভাবে স্বচ্ছল করার জন্য জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতি বছর মহিলা স্বেচ্ছাসেবী ও সংগঠকদেরা এই অনুদানের চেক প্রদান করেন।