বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

মাদক সেবনের টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে রানিহাটি

ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে পরিবারের সদস্যদের কাছ থেকে নেশার টাকা না পেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাদক সেবনকারী সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে সেরাজুল ইসলাম (৪৮)। নিহতের স্বজন,

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, স্বাভাবিকভাবেই বুধবার রাতের খাবার খেয়ে ঘুম যায় সেরাজুল ইসলাম। পরদিন বৃহস্পতিবার সকালে দরজা খুলে দেখা যায় টিনের ঘরের চালার বাঁশের সাথে গলায় দঁড়িতে তার মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। জেলা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। নিহতের বড় ভাই নাইমুল ইসলাম (৬৫)

জানান, আমার ভাই নেশা করতো। ১০-১২ বছর আগে বিয়ে হলেও নেশার কারনে তার বউ তাকে ছেড়ে চলে যায়। সে নিয়মিত হেরোইন, ফেনসিডিল সেবন করত। এমনকি বিভিন্ন সময়ে আমাদেরকে হুমকি দিত, নেশার টাকা না দিলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র বিক্রি করে নেশা করত। কারো সাথে তার কোন বিরোধ ছিল না বলেও

জানান নাইমুল ইসলাম। তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঘরের দরজা খুলতে গিয়ে বাড়ির তীরের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সদর থানা পুলিশকে খবর দিলে তারা গেলে মরদেহ নামানো হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রানিহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য

রবিউল ইসলাম বলেন, পরিবারের থেকে নেশার জন্য দৈনিক ২০০ টাকা করে নিতো নিহত সেরাজুল। বিভিন্ন সময়ে টাকা না দিলে আত্মহত্যা করার হুমকি দিতো সে। এমনকি হাতে দড়ি নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্যও দেখেছি আমরা। আত্মহত্যা যেন না করে এই কারনে সবসময়ই তার পরিবারের সদস্যদের বলতাম, যেন কষ্ট হলেও তার নেশার টাকা দিয়ে দেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল

থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান মুঠোফোনে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com