বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কৈল অনলাইন যুব ক্লাবের আয়োজনে আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
মাড়কৈল সম্রাট একাদশ বনাম শানপুর সামাজিক একাদশ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় মাড়কৈল সম্রাট একাদশকে ১-০ গোলে হারিয়ে শানপুর সামাজিক একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রহনপুর পিএম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক শাহারিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বিদ্যালয়টির প্রধান শিক্ষক এনামুল হক, ওয়ার্ড সদস্য সাবেদ আহমেদ সবুরসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম।