বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় সামাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাচোল উপজেলা জাসদের আয়োজনে গত শনিবার বিকালে নাচোল উপজেলা ডাকবাংলো চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা জাসদের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সাবেক সভাপতি মেহের আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি জাসদের সহসম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হক বাবলু, সদর থানার সভাপতি শরিফ হোসেন, জেলা সদস্য হেলালুল আলম, শ্রমিক জোটের সভাপতি সাজেমান আলী, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহসভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।