বিডি ঢাকা অনলাইন ডেস্ক
সিএসপিবি প্রকল্পের ফেইজ-২ এর আওতায় শিবগঞ্জে মাসিক কেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। সভায় সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টভূক্ত ২১ জন শিশুর বিভিন্ন ধরণের কেস নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি কেসের জন্য করণীয়, কি করতে হবে তা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। শিশু সুরক্ষা কাজে সর্বদা সার্বিক সহযোগিতার আশ^াস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। ফি- সুপারভাইজার শাহজালাল, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আলী হায়দার ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।