শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ ২ও ৩ আসনে নৌকা পেলেন যারা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার মনোনয়ন পেলেন মো.জিয়াউর রহমান ও আব্দুল ওদুদ।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান জিয়া ও ৩ আসনে মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।
গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের কাছে বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের পাঁচটি আসনে ৬ আসনে উপনির্বাচন ঘোষণা করে ১ ফেব্রুয়ারি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২ও ৩ শূন্য ঘোষণা করেন। এই শূন্য দুটি আসনে তারা নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com