বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। আজ ১লা জানুয়ারি শনিবার সারা দেশের ন্যায় নাচোল উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন ,নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকারসহ উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বই বিতরন উৎসব পালন করেন।
শিক্ষা অফিস সূত্রে জানাগেছে একটি শিশু কল্যাণ বিদ্যালয়সহ নাচোল উপজেলা ৮৮ প্রাথমিক বিদ্যালয় ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি মাদ্রাসায় এই বই বিতরণ উৎসব পালিত হয়েছে।