বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন করা হয়। দিবস টি উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা
খাতুন। স্বাগত বক্তব্য উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম , সমাজসেবা অধিদপ্তের উপকারভোগি এনামুল হকওসেরাজুল ইসলাম প্রমুখ।পরে ৭জন প্রতিবন্ধী কে হুইল চেয়ার বিতরণ এবং বিভিন্ন অবদানের জন্য ১৭ টি সেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।