বিডি ঢাকা অনলাইন ডেস্ক
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ০৩২০ ঘটিকায়
সোনামসজিদ বিওপির নায়েক মোঃ গোলাম হায়দার এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার সীমান্ত পিলার ১৮৫/৯-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
দারাসবাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪৪ বোতল ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ০২৫০ ঘটিকায় বিলভাতিয়া
বিওপির নায়েক মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৯ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলভাতিয়া নামক স্থানে
অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৯৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত
ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
৩। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ০৮০০ ঘটিকায় সোনামসজিদ
বিওপির নায়েক মোঃ নুর ইসলাম এর নেতৃত্বে বিশেষ একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধোপড়া বাজার নামক স্থানে
অভিযান পরিচালনা করে (মটর সাইকেলের সীটের নীচে লুকায়িত অবস্থায়) মালিকবিহীন ৬৬ বোতল
ফেন্সিডিল এবং ০১টি মটর সাইকেল (হোন্ডা গ্লামার) আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল
এবং মটর সাইকেল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
৪। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ০৫০০ ঘটিকায় কামালপুর
বিওপির হাবিলদার মোঃ কাবুল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
সীমান্ত পিলার ১৮৯ মেইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ী নামক স্থানে
অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
৫। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয়
চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে
সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা
করা হচ্ছে।