বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে এসিআই মোটরসের ‘ফোটন বসন্ত উৎসব’ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে জেলাশহরের শান্তিবাগে মনামিনা ভেহিকেলস ভ্যালিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বসন্ত উৎসবের উদ্বোধন করেন মনামিনা কৃষি ফার্মের প্রতিষ্ঠাতা মো. মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেনÑ এসিআই মোটরসের রাজশাহী আঞ্চলিক সেলস ম্যানেজার মো. মাহফুজার রহমান, সহকারী প্রডাক্টস ম্যানেজার মো. কামরুল হাসান,
ক্রেডিট ম্যানেজমেন্ট বিভাগের সহকারী ম্যানেজার কাজী নিয়াজ হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসিআই মোটরসের অনুমোদিত ডিলার ও মনামিনার পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ আহমেদ।
এসময় জানানো হয়, এসিআই মোটরসের বাণিজ্যিক গাড়িতে দেশের সর্বোচ্চ ওয়ারেন্টি সুবিধা, সর্বাধিক প্রযুক্তির দীর্ঘস্থায়িত্ব ও জ্বালানি সাশ্রায়ী ইঞ্জিন এবং নগদ ও সহজ কিস্তিতে ক্রয়ের সুবিধা দিয়ে থাকে।
এর আগে এক বর্ণাঢ্য ফোটন ট্রাক র্যালি শহর প্রদক্ষিণ করে।