বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আজ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত “বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনঃ শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে তাঁর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের এন. এম. খান মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে ডঃ ডি. এম. ফিরোজ শাহ’ এর মূল প্রবন্ধের উপর আলোচনা করেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব ডঃ আ জ ম রুহুল কাদীর। এছাড়াও আজ মান্যবর জেলা প্রশাসক জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। ১. দুপুর ১২:৩০
ঘটিকায় নাচোল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন৷ এরপর তিনি থানার পরিদর্শন প্রতিবেদন বই তে পরিদর্শন বিবরনী লিখেন। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাইমেনা শারমিন, নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিথিলা দাস ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ২. দুপুর ১: ৩০ ঘটিকায় নাচোল উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হককে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বীর নিবাসের চাবি হস্তান্তর করেন মান্যবর জেলা
প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাইমেনা শারমিন, নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিথিলা দাস। ৩. দুপুর ২:০০ ঘটিকায় নাচোল উপজেলা পরিষদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রনোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। অতঃপর তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে ৮০ জন স্কুল শিক্ষার্থীকে ছয় হাজার টাকা এবং ৪০ জন কলেজ শিক্ষার্থীকে নয় হাজার ছয়শত টাকা করে সর্বমোট আট লক্ষ চৌষট্টি হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।