বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নবাবগঞ্জ সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়ক মো. এনামুল ইসলাম জিন্নাহ।
স্বাগত বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জে খেলাঘরের প্রতিষ্ঠাতা এই সম্মেলনের প্রধান আয়োজক ইসরাইল সেন্টু। এসময় অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, ডা. মাহাতারামা ইয়াসমিন মুক্তি, মাহবুব আলম, মানসুরা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।