বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্কাউটসের আয়োজনে উপদল নেতা কোর্স চলছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উপদল নেতা কোর্সে প্রাথমিক চিকিৎসা ছাড়াও পাইওনিয়ারিং, হাইকিং, সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
শনিবার দেখা যায়, হঠাৎ করেই স্কুলের সিঁড়ি বেয়ে নামার সময় পড়ে গিয়ে মাথায় চোট পেল অর্পিতা। দ্রুতই তার বন্ধুরা স্কুলের গার্ল ইন স্কাউট সদস্যদের খবর দিলে তারা এসে অর্পিতার মাথায় ব্যান্ডেজ করে দেই। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি প্রশিক্ষণের অংশ।
শিক্ষকরা বলছেন, প্রাথমিক চিকিৎসার ধারণা সকলের মাঝেই থাকা উচিত। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। প্রাথমিক চিকিৎসা দ্রুত নিশ্চিত হলে অনেক সময় বড় ধরনের ঝুঁকি কমিয়ে আনা য়ায়, এমনকি মৃত্যুঝুঁকিও কমানো যায়। তাই শিক্ষার্থীদের এমন প্রশিক্ষণে অংশ নিয়ে জ্ঞানার্জন সারাজীবনেই কাজে দিবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ জানান, উপদল নেতা কোর্সে জেলার সব উপজেলার গার্ল ইন স্কাউটসের ৪২ জন্য সদস্য এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আগামী ২০ ফেব্রুয়ারি শেষ হবে কোর্স। ফাস্ট এইড, হাইকিং, সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকাসহ নানা বিষয়ে তারা জানতে পারছে। এতে করে তারা নিজ নিজ ইউনিট পরিচালনায় আরো দক্ষ হয়ে উঠবে। ফলে সামগ্রিকভাবে চাঁপাইনবাবগঞ্জের স্কাউটিং কার্যক্রমে গতিশীলতা আসবে।
কোর্সের প্রশিক্ষক হিসেবে আছেন জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার মাহফুজুর রহমান, উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা স্কাউটসের কর্মকর্তারা।