বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রেস ক্লাবের ডাকবাংলোস্থ নিজস্ব কার্যালয়ে প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়।
কার্যনির্বাহী কমিটির ৯টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে নাদিম হোসেন, কোষাধ্যক্ষ পদে শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে আল আমিন নির্বাচিত হন। এছাড়া সহসভাপতি পদে এম রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে এইচ এম সারওয়ার রফিক, দপ্তর সম্পাদক পদে প্রফুল্ল কুমার রবি দাস এবং নির্বাহী সদস্য পদে মো. তোহিদুল আলম টিয়া ও মো. জিয়াউল হক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন।