বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী।
এসময় উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নাহার রুবিনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ অন্যরা।
সঞ্চালনায় ছিলেনÑ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান ও কামাল হোসেন।