বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, বীর মুক্তিযোদ্ধা পরিবার, পৌর যুবলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ১০টায় শহীদ ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, পৌরসভা মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু,নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান । আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা । অপরদিকে, আওয়ামীলীগের দুই গ্রুপ পৃথকভাবে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন।