বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজ্ঞ আদালতের নির্দেশে ৯টি বাড়ি উচ্ছেদ অভিযান করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের শুড়লা গ্রামের ৫০০শত বছরের প্রাচীন তেঁতুল গাছের পাশে ৬টি হিন্দু সম্প্রদায় ও ৩টি মুসলিম পরিবারে বাড়ি ঘর উচ্ছেদ অভিযান করা হয়। জানাগেছে, আদালত এর নির্দেশে ভ্রাম্যমান আদালত এর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী ষষ্ঠী প্রামানিক এর স্ত্রী কল্পনা রাণী বলেন আমরা ৭১ সাল থেকে আমরা এই খাস জমিতে বসবাস করছি। আমার পরিবারে স্বামী ছেলেসহ ৩জন প্রতিবন্ধী রয়েছে। কোন নোটিশ ছাড়াই আজ হঠাৎ আমার বাড়িঘর ভেঙ্গে ফেললো। আমি এখন কোথায় যাব। ভুক্তভোগী শ্রী ফনো, শ্রীচন্দ্র, শ্রী কষ্ঠধর, শ্রী মহেষ চন্দ্র বর্মন, শ্রী জগদীশ, মোঃ আবুবক্কর, মোবারক ও তাবারক বলেন, আমরা সবাই খাস জমিতে ৪০-৫০বছর ধরে বসবাস করে আসছি। তবে এখানে একটি কালি মন্দির রয়েছে। সেই মন্দিরের
জমি বলে মন্দিরের সভাপতি বিরেন মাস্টার ও সাধারণ সম্পাদক দয়াল অনেক পূর্বে কোটে মামলা করেছিল। বিজ্ঞ আদালতের মামলার রায় সূত্রে নাকি আমাদের ঘরবাড়ী উচ্ছেদ করছেন। ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুনর্বাসন দাবি করেন। মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।