বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে গরু ও ছাগলসহ বসতবাড়ি ভষ্মীভূত হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর বাগবাড়ী ও শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী-হাজীপাড়া মহল্লায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার ভোর ৬টার দিকে ধোপপুকুর বাগবাড়ী গ্রামের খাইরুল ইসলাম ঘোষের বাড়ির পেছনে গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। তবে শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী-হাজীপাড়া মহল্লার কাচু ইসলামের বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে কাজ করায় ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে খবর দেয়। ততক্ষণে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত খাইরুল ইসলাম জানান, অগ্নিকা-ে তিনটি গরু, তিনটি ছাগল ও ২০টি হাঁস-মুরগিসহ ঘরবাড়ির সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গবাদিপশুসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অপরদিকে ভোর ৫টার দিকে জালমাছমারী-হাজীপাড়া মহল্লার মৃত মহিউদ্দিনের ছেলে কাচু ইসলামের বসতবাড়ির চুলার আগুন থেকে সূত্রপাত ঘটে। এতে তিনটি টিনশেডের ঘর ও একটি রান্নাঘরসহ বিভিন্ন আসবাবপত্র ভষ্মীভূত হয়েছে। একই সঙ্গে আগুনে একটি ছাগলের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, কাচু ইসলামের বসতবাড়ির গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে শিবগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রজব আলী শেখ জানান, আগুনে তিনটি টিনশেডের ঘর ও একটি রান্নাঘরসহ বিভিন্ন আসবাবপত্র ভষ্মীভূত হয়েছে। একটি আহত গরু উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে একটি ছাগলের। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৭ লাখ টাকার মালামাল।