বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় বীমা দিবসের র্যালি আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর রাজশাহী বিভাগীয় ইনচার্জ আব্দুল ওহাব দুলাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সার্ভিস সেন্টারের অফিস ইনচার্জ তানজিলা খাতুন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মী ও কর্মকর্তাবৃন্দ। এসময় তারা চাঁপাই নবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ শাখার আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স সামনে এসে র্যালিটি শেষ করে।