বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি নাচোল শাখার অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে রায়পাড়া গ্রামের ৫ জন, কৃষ্ণশাইল গ্রামের ৭ জন, কলিহার, রাওতাল ও ভুজইল গ্রামের ১৩ জনসহ ২৫ জন মৎস্যচাষি সদস্য অংশ নিচ্ছেন।
বুধবার প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য বিভাগের মৎস্য বীজ উৎপাদন খামার আমনুরা অফিসের খামার ব্যবস্থাপক মো. আমানুল্লাহ খান। পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুতি, পুকুরকে মাছ চাষের উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছ চাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন তিনি।
স্বাগত বক্তব্য দেন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের নাচোল শাখার ব্যবস্থাপক মো. কাওসার আলী, প্রাণিসম্পদ ইউনিটের সহকারী কর্মকর্তা মো. ইমদাদুল হক।