বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।বৃহস্পতিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ,
আইনজীবী মাইনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।