বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করছে কৃষকরা এখন তা শেষের পথে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১২৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন জায়গায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা, কিন্তু এখন তা শেষের পথে,
এবং বোরো চাষের সেচ সার বীজসহ আনুসাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় কিছুটা বেকায়দায় পড়েছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ছিলো, এই গোমস্তাপুরে (১৫৪২০) হেক্টর জমিতে আবাদ, ইতিমধ্যেই (১৫৩৯৫) হেক্টর জমিতে আবাদ সম্পূর্ণ হয়েছে।
যে টুক বাকি আছে বর্তমানে লক্ষ মাত্রা অর্জুন হয়ে যাবে।
বোরো প্রধান প্রঠান জাত, ব্রিধান ৮১-(১৮৫০) হেক্টর, জিরা ৩৯০০ হেক্টর, ব্রি ৮৯(২৯৫৫) হেক্টর, ব্রি ৮৪ (৮৬০) হেক্টর, ব্রি ৮৬ (৮০৫) হেক্টর, SL84 (১৮০) হেক্টর, বিএডিসি (১৮০) হেক্টর জমিতে আবাদ হয়েছে।
কিছু কৃষকরা স্থানীয় ভাবে নিজেদের উৎপাদিত বোরোর চারা রোপণ করছেন।
রহনপুর পৌর এলাকার হাবিবুর রহমান (হবি) জানান, আমার ৫ বিঘা জমিতে সরিষা ছিলো, তাই সরিষা কেটে ব্রি ৭৫ বীজ রোপণ করেছি। ৫ বিঘাতে ইতিমধ্যে চারা রোপণ কাজ শেষ হয়েছে, তার মতে বোরো চাষের খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। সেই সাথে বেড়েছে শ্রমিকের মজুরী। দেখা দিয়েছে শ্রমিক সংকট। তারপরও চাষাবাদ চালিয়ে যেতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ (সরকার) জানান, কৃষকরা সকাল থেকেই বোরোর চারা রোপণে ব্যস্ত থাকেন। কৃষক মনের আনন্দে সার পাচ্ছে, বোরো চাষের জন্য প্রযোজনীয় সারের এখন পর্যন্ত কোন সংকট দেখা দেয়নি, এবং কেউ যদি সার বেশি দামে বিক্রি করে, আমাদের কে খবর দিলে সাথে সাথে ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com