বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং সংসদ সদস্য মু. জিয়াউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষার্থী যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এ বিষয়ে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।