বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নিবাসী বালক-বালিকাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৪ এপ্রিল) সন্ধ্যায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন প্রমূখ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। পরে বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
অন্যদিকে একই সময় প্রায় চার হাজার এতিম, অস্বচ্ছল ও অসহায়দেও সম্মানে জিকে ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। পওে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।