বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন- পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকবাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, কাজী, সাংবাদিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধগণ।
আইনশৃঙ্খলা সভায় মাদক, বাল্যবিয়ে, রাস্তা ঘাট, স্বাস্থ্য সেবা, পানি সরবরাহ, গাড়ি-ঘোড়া, রাস্তায় যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।