বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সমিতির ভবনে দোয়া ও মোনাজাতের পর আমন্ত্রিত অতিথিসহ সমিতির সদস্যরা ইফতারে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মোক্তার আলী।
ইফতারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিঠুন মৈত্র, জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজমুল আজম ও সাধারণ সম্পাদক একরামুল হকসহ অন্যান্য আইনজীবী, জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল মাজেদ ও সাধারণ সম্পাদক পশুপতি সরকারসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং বৃষ্টি কামনা করে মহান রাব্বুল আল আমিনের নিকট মোনাজাত করা হয়।