বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ মে) রহনপুর স্টার শিশু পার্কে সারাদিনব্যাপী আনন্দঘন পরিবেশে এ মিলন মেলা চলে।অতিথি হয়ে এসেছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,
অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান,ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান,আবুল কাশেম মোহাম্মদ মাসুম, গোলাম কিবরিয়া হাবিব,মনিরুজ্জামান সোহরাব ও শামিউল আলম শ্যামল।সংক্ষিপ্ত আলোচনায় সভাপতি আতিকুল ইসলাম আজমও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ বক্তব্য
রাখেন।সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য সারওয়ার জাহান সুমন। মিলন মেলায় উপজেলা প্রেসক্লাবের শফিকুল ইসলাম,ইয়াহিয়া খান রুবেল ,মোঃ নুরুজ্জামান,শহীদুল ইসলাম, দেলোয়ার হোসেন রনি, মোঃ ইমরান আলী, জাকির হোসেন সনি,শাহাদাত ও আজিজুল এবং পরিবারের সদস্যরা অংশ নেয়। সংগীত, ক্রীড়া ও লাকী কুপন দিয়ে সাজানো ছিল এই অনুষ্ঠান।