বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
শুক্রবার দিনব্যাপী উপজেলার দুর্গম চরাঞ্চল দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া, চরহাসানপুর, পাঁকার জামাইপাড়া, বিশরশিয়া, দশরশিয়া, হলদিপাড়া, পোড়াপাড়া ও ক্যাম্পপাড়া এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, নৌকার বিজয় মানে দেশের উন্নয়ন। আর আওয়ামী লীগ সরকার হলো জনবান্ধব ও উন্নয়নকারী সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক মানুষকে সমৃদ্ধশালী করতে চান। যে কারণে প্রতিটি এলাকায় সরকারের প্রতিনিধি থাকতে হবে।
ডা. শিমুল এমপি আরো বলেন, দেশ আজ উন্নয়নের রোল মডেল। এ অগ্রগতিকে ধরে রাখতে হলে আজকের তরুণেরা যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে ও চরাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে নৌকা প্রতীকের বিজয়ের বিকল্প নেই। ধারাবাহিকভাবে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
লিফলেট বিতরণকালে তার সঙ্গে উপস্থিত ছিলেনÑ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন।