রবিবার, ১১ মে ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

শিবগঞ্জে ৪টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যরে চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এর উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, প্রতিটি গ্রাম হবে শহর। এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে চারটি সড়ক উন্নয়ন কাজে ব্যয় হবে ৩ কোটি ৪৫ লাখ ৭১ হাজার টাকা। সড়কগুলোর মধ্যে রয়েছেÑ পিয়ালীমারী গ্রাম হতে ঘুঘুডাঙ্গা গ্রাম পর্যন্ত ১১৫০ মিটার, মনাকষা খড়িয়াল মোজাম্মেলের বাড়ি হতে একবরপুর বিওপি আলফাজ বাগান ভায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়ক পর্যন্ত দেড় কিলোমিটার, বটতলা ঘাট বাঁধ হতে কামাটোলা মন্টুর বাড়ি পর্যন্ত ৮৬০ মিটার ও মাদিয়া ত্রিমোহনী পাইকড়তলা বাঘিতলা ঘাট পর্যন্ত ১০৩৫ মিটার।
উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেনÑ এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দুর্লভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান জামাল ও সার্ভেয়ার আবদুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com