বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনববাগঞ্জ জেলার সবচেয়ে বড় আমবাজার হচ্ছে কানসাট। আম মৌসুমে বিক্রেতারা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে রিকশা-ভ্যানে করে দীর্ঘদিন ধরে আম বিক্রি করে আসছেন। অন্যদিকে বহু ক্রেতা রাস্তার পাশে গড়ে তোলেন আমের আড়ত। এছাড়াও রাস্তার পাশে দোকানপাটও রয়েছে। সবমিলিয়ে আম মৌসুমে কানসাট গোপালনগর মোড় থেকে কানসাট ব্রিজ পর্যন্ত তীব্র যানজটে যানবাহনসহ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এবার যানজটের বিষয়টি বিবেচনায় নিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। কানসাট আমবাজারের যানজট নিরসনে সিএনজি, অটোরিকশার জন্য তিনদিকে স্ট্যান্ড নির্ধারণ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে রাস্তার ধারে অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান অপসারণ করা হয়েছে। পাকা আমের হাট রাস্তা থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হয়েছে। কানসাট মোড়ে কোনো বাস দাঁড়াতে পারবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা তিন দিন সময় নিয়েছেন, নিজ দায়িত্বে নিজেদের মালামাল সরিয়ে নেয়ার জন্য।
শনিবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের নেতৃত্বে কানসাট আমবাজারে এ অভিযান চালানো হয়। এসময় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, কানসাট আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু ও কানসাট বাজার ইজারাদার বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।