বিডি ঢাকা অনলাইন ডেস্ক
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে বাজেট সভায় ইউনিয়ন পরিষদ সচিব মাহমুদ হাসান বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১২ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯২ লাখ ৪ হাজার ৪২০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৯২ টাকা।
চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ ইউপি সদস্য নাজমুল হক, আজিজুর রহমান, রবিউল আলম, মইনুল ইসলাম, গৌতম চন্দ্র বর্মন, মতিউর রহমান, নজরুল ইসলাম, মহিলা সদস্য মোসলেমা খাতুুন, সাংবাদিক সিরাজুল ইসলাম, আব্দুল আজিজসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।