বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উদ্যোক্তা মো. সানাউল্লাহ সুমনের ভার্মি কম্পোস্ট হিসেবে কেঁচো সার উৎপাদন খামার ও মেসার্স সুমন এগ্রো প্রজেক্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের-১ অধিশাখার উপসচিব লিয়াকত আলীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপসচিব মো. ফজলে এলাহী, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নায়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, মেসার্স সুমন এগ্রো প্রজেক্টের স্বত্বাধিকারী সানাউল্লাহ সুমনসহ অন্যরা।
উপসচিব লিয়াকত আলী বলেন, সানাউল্লাহ সুমনের ভার্মি কম্পোস্ট এবং বায়োগ্যাস প্লট প্রকল্প পরিদর্শন করা হয়। সানাউল্লাহ সুমন খুব উদ্যেমী এবং কর্মঠ মনে হয়েছে। আমি তার সাফল্য কামনা করি।