বিডি ঢাকা অনলাইন ডেস্ক
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নেতাকর্মীদের নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তার নির্বাচনী প্রচারে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা নাসিরুল ইসলাম, কৃষকলীগ নেতা শাহিন আক্তারসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।
নেতৃবৃন্দ রাজশাহী সিটির বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে জয়ী করতে ব্যাপক গণসংযোগ চালান। এ সময় তারা সাধারণ মানুষের মধ্যে লিফলেটও বিতরণ করেন।