বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুদ্ধাচার পুরস্কার পাওয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৮ জুন) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এই সংবর্ধনা দেয় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংগঠন গোমস্তাপুর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম। অনুষ্ঠানের প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা
জানানো হয়। পরে তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান ফোরামের সদস্যরা। আলোচনা সভায় বক্তব্য দেন ফোরামের সভাপতি ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) হাবিবুর রহমান,আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামলসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য, সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ২০২২-২০২৩ অর্থ বছরের জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন তাঁকে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন।