নতুন ইতিহাস গড়ল ভারত। প্রথমবারের মতো নিজেদের তৈরি চন্দ্রযান-৩ এবার চাঁদের মাটি স্পর্শ করেছে। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত (আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই)।
চন্দ্রযানটির ল্যান্ডার ‘বিক্রম’-এর চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে বলে খবরে বলা হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর তথ্য এখনো অজানা রয়েছে।
চন্দ্রযান-৩ সফল হওয়ায় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ ভারত।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। আজ সেখান থেকেই তিনি বিক্রমের অবতরণ প্রত্যক্ষ করেন। ইসরোর সরাসরি সম্প্রচারে চোখ রাখেন মোদী।
এ জাতীয় আরো খবর..