বিডি ঢাকা অনলাইন ডেস্ক
রবিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় এক নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ হল রুমে । ডাসকো ফাউন্ডেশন এর সহকারী প্রকল্প সমন্বয়কারী কমিউনিটি অর্গানাইজার মোঃ রিপন ইসলাম এর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আতাউল হক কমল ,ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল করিম।মোঃ মতিউর রহমান উদ্যোক্তা,মোসাঃ রাফিজা খাতুন হিসাব সহকারী, ডাসকো ফাউন্ডেশন এর সহকারী প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউসুফ আলী,সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ মনোয়ারা খাতুন।
মোঃ মেহেদী হাসান বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মেম্বার। ও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বরেন্দ্র অঞ্চল নাচোল উপজেলায় ও ভূ-গর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এ অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় যে পরিমাণ পানি পাম্পের সাহায্যে উত্তোলন করা হচ্ছে সে পরিমাণ পানি ও ভূ-গর্ভস্থ স্তরে পুনরায় ভরাট বা রিচার্জ হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে এক সময় আসবে যখন গভীর নলকূপের সাহায্যেও আর পানি পাওয়া যাবে না।ফলে ভবিষ্যতে পানির অভাব পেয়ে পরিবেশের বিপর্যয় হতে পারে।
জলবায়ু পরিবেশগত টেকসই ব্যবস্থাপনা অর্জনের জন্য ব -দ্বীপ পরিকল্পনা ২১০০ সংক্ষিপ্ত সার ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ এর গল্প হচ্ছে ‘নিরাপদ জলবায়ু পরিবর্তনে অভিঘাত সহিষ্ণু সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ে তোলা” এবং অভিলক্ষ্য হচ্ছে দূঢ় সমন্বিত ও সময়ের সাথে পরিবর্তনশীল কার্যকরী কৌশল অবলম্বন এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় ন্যায় সঙ্গত সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত এবং অন্যান্য ব-দ্বীপ সংক্রান্ত সমস্যা মোকাবেলা করে দীর্ঘমেয়াদি পানী ও খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ।
সবচেয়ে বেশি পানি ব্যবহৃত হয় কৃষি খাতে, যা মোট ব্যবহারের প্রায় ৭০ শতাংশ। বরেন্দ্র অঞ্চলে এর ব্যতিক্রম নয় এবং বাসা বাড়ি ১০ শতাংশ ও শিল্প কারখানা ২০ শতাংশ সহ প্রায় সবটাই উত্তোলন করা হয় ভূগর্ভস্থ উৎস হতে।
এদিকে কর্মশালায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর গভীর নলকূপের মাধ্যমে নির্বিচারে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণেই বরেন্দ্র এলাকায় পানির এমন ভয়াবহ সংকট দেখা দিয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে ডাসকো ফাউন্ডেশন ভূগর্ভস্থ পানির স্তর নিয়ে বরেন্দ্র এলাকায় কাজ করে আসছে।
নাচোল উপজেলায় বিগত ৩০ বছরের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় যে, এই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর বছরে প্রায়ই এক থেকে দেড় ফুট হারে নিচে নেমে যাচ্ছে এবং বৃষ্টিপাতের ক্রম ধারা সুষম নয়। দেশের গড় বৃষ্টি পাতের তুলনায় এই অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় অর্ধেক। এই অবস্থান থেকে উত্তরণের জন্য আমাদের এমনভাবে পানি উত্তোলন করতে হবে। যেন পানির স্তর বেশি নিচে চলে না যায়।
এ জাতীয় আরো খবর..