শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

জাতীয় নির্বাচনে বিতর্ক এড়াতে ডিসি-ওসিদের ব্যাপারে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

নির্বাচন কমিশনের (ইসি) চলতি মেয়াদ আর দেড় বছর। ইতিমধ্যে অন্তত ২ পুলিশ কর্মকর্তা (ওসি) ও এক জেলা প্রশাসক (ডিসি) দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। ইসি এসব কর্মকর্তার শাস্তির সুপারিশ করেছে এবং প্রাপ্য দণ্ড নিশ্চিত করতে বলেছে।

প্রশ্ন হচ্ছে কয়েক মাসের মধ্যে হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক শ্রেণির সরকারি কর্মকর্তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রবণতা বাড়ছে কেন? বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতে না পারাই এর মূল কারণ। যদিও সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে ডিসি-ওসিদের পক্ষপাতমূলক আচরণ কাক্সিক্ষত নয়।

ইসির বিভিন্ন সূত্র বলছে, জাতীয় নির্বাচনে বিতর্ক এড়াতে এ বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশনা রয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ অক্টোবর পুলিশ ও প্রশাসনের মাঠ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। পরে ধাপে ধাপে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, ডিআইজি ও পুলিশ কমিশনারদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী আইনে কিছু পরিবর্তন আসায় বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।’

সূত্র বলছে, সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বারবার বলা হলেও সরকারি কর্মকর্তাদের অতি তৎপরতায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে তারা। এর সুযোগ নিচ্ছে বিরোধী দলগুলো। সাধারণ মানুষের কাছেও নির্বাচনের আগে এমন বক্তব্য নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে। ‘এ প্রশাসন দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়’ বিরোধী দলের এমন অভিযোগের সঙ্গে বিদেশিদের পক্ষ থেকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ আসছে। সার্বিক বিবেচনায় কঠোর বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যেসব কর্মকর্তা এ ধরনের কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকবেন তাদের গুরুদ-সহ ভবিষ্যতে নির্বাচনী দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইসির এক কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেহেতু সরকারি কর্মকর্তারা তাদের অধীনে থাকেন না তাই সরাসরি শাস্তির নির্দেশ তারা দিতে পারেন না। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে তার প্রত্যেকটির বিষয়ে ইসির পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে শাস্তির সুপারিশ করা হয়েছে। সর্বশেষ জামালপুর জেলার ডিসি মো. ইমরান আহমেদের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে বদলির কথা বলা হয়। তাকে যেন আগামীতে কোনো ধরনের নির্বাচনী দায়িত্ব দেওয়া না হয় সে কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইসির চিঠিতে বলা হয়, সরকার, গণতন্ত্র, নির্বাচনব্যবস্থা ও নির্বাচন কমিশনের ওপর জনমানুষের আস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে একই সঙ্গে জেলা প্রশাসকদের এ ধরনের আচরণের বিষয়ে সতর্কবার্তা দেওয়া প্রয়োজন।

সূত্রমতে, কমিশনের মিটিংয়ে সিদ্ধান্তের পর এ চিঠি ইস্যু করা হয়। কমিশনের সিদ্ধান্ত হচ্ছে কোনো ঘটনার পরই চিঠি ইস্যু করে শাস্তির ব্যবস্থা করা ও ভবিষ্যতে কোনো নির্বাচনে তাদের দায়িত্বে না রাখা নিশ্চিত করা। এ ধরনের বিষয়গুলোর মনিটরিংয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের উপস্থিতিতে জেলা প্রশাসক ইমরান আহমেদ নৌকায় ভোট চান। গত ১৫ আগস্ট জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর আওয়ামী লীগকে ‘নিজের দল’ উল্লেখ করে আগামী নির্বাচনে দলকে জেতাতে কাজ করার আহ্বান জানান। একই দিন কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অর্থমন্ত্রী ও সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালকে আবারও নির্বাচনে জয়ী করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি ‘মিনতি’ জানিয়ে বক্তব্য দেন।

এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২১ সালের ১৫ আগস্ট শরীয়তপুরের সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন দলীয় স্লোগান দিয়েছিলেন। ২০১৮ সালের ২২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বলেছিলেন সাতক্ষীরার কলারোয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার ১৯৭৯-এর ২৫(৩) ধারায় বলা আছে, সরকারি কর্মচারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্য কোনো আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করতে অথবা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করতে বা প্রভাব খাটাতে পারবেন না। ১৯৭৩-এর বিধিমালার (৫) ধারায়ও এর বিহিতের কথা বলা আছে।

ইসি সূত্র বলছে, ইতিমধ্যে সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণের জন্য তিন হাজার ২শ প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ গত ২ সেপ্টেম্বর শুরু করেছে ইসি। পরে মাঠ পর্যায়ের প্রায় দশ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ ও প্রশাসনের প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী, ইউএনও এবং নির্বাচন কর্মকর্তাদের ১৯ অক্টোবর পর্যন্ত ৪১টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা নির্বাচন কর্মকর্তাদের আগামী ৭ থেকে ২২ অক্টোবরের মধ্যে ৯টি ব্যাচে দুদিনের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘জামালপুরের ডিসির মতো প্রশাসন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচন হলেও তা গ্রহণযোগ্য হবে না। এদের বিষয়ে যেমন কঠোর হতে হবে, তেমনি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনের মাঠকে ‘সমতল’ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com