বিডি ঢাকা ডেস্ক
জার্মানির দক্ষিণাঞ্চলের কনস্টানজ শহরের একটি রাসায়নিক কারখানার বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ২৫ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জার্মানি সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানায়, শহরটির একটি রাসায়নিক কারখানায় দুর্ঘটনার পর বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে ২৫ জন আহত হয়। জানা গেছে, বিষাক্ত ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট শুরু হয়েছিল।
বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে, তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের এক কর্মী নিজেকে বিশেষ পোশাকের মাধ্যমে সুরক্ষিত করে ফর্ক লিফটের মাধ্যমে কন্টেইনারটি বেসমেন্ট থেকে সরিয়ে নেয়। তবে ফায়ার সার্ভিসের ওই কর্মী সুস্থ রয়েছেন।
পুলিশ জানায়, শহরের একটি ফল প্রক্রিয়াজাতকরণ কোম্পানির এক কর্মী শুক্রবার (১২ জানুয়ারি) সকালে বিষাক্ত গ্যাসের বিষয়টি আন্দাজ করতে পারেন। প্রতিষ্ঠানটির বেসমেন্টে রাখা একটি কন্টেইনার থেকে বিষাক্ত এই গ্যাস বের হচ্ছিল।
জানা গেছে, ১০০ লিটারের ওই কন্টেইনারটিতে নাইট্রিক এসিড এবং ডিটারজেন্ট হরোলিথের মিশ্রণ ছিল।