শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

পুঠিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিকবন্ধ  সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) মৌসুমি রহমান।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম ও

ও সকল ইউপি চেয়ারম্যান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান, উপজেলা নির্বাচন অফিসার সুস্মিতা রায়, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আমানুল্লাহ খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাজহারুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হানিফ শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. শামসুন্নাহার, উপজেলা সমবায় অফিসার আবু মোতাল্লেম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কে, এম, গোলাম মোস্তফা, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শাহীনুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হাসিনা আকতার বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার নূরুজ্জামান দেওয়ানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com