সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সব পক্ষেরই সচেতনতা দরকার : আলোচনা সভায় অভিমত ক্ষতিপূরণ দাবি বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত ন্যাশনাল মেডিকেল, সোহরাওয়ার্দী ও নজরুল কলেজে হামলা- ভাঙচুর, পরীক্ষা স্থগিত বরাদ্দের মধ্যেই দিবস পালন করতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচনে নিরঙ্কুশ জয় আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেলের

ছুটির দিনে জমজমাট বইমেলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলা একাডেমি আয়োজিত একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ছুটির দিন হওয়ায় লেখক, প্রকাশক ও পাঠকের আনাগোনায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। মেলা ঘুরে নিজেদের পছন্দের বই কিনতে স্টলগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন বইপ্রেমীরা। শিশু চত্বরও শিশুদের কলকাকলিতে মুখরিত ছিল।

সরেজমিনে দেখা যায়, মানুষ লাইন ধরে মেলায় প্রবেশ করছেন। ভেতরে গিয়েও দেখা যায়, স্টলগুলোর সামনে ভিড়। পাঠকরা বই দেখছেন, কিনছেন। পছন্দের লেখককে ঘিরে দেখা গিয়েছে সেলফি তোলার হিড়িক। বিক্রেতারাও ব্যস্ত ছিল বই বিক্রিতে। গ্রন্থ উন্মোচনে কেন্দ্রেও ছিল দীর্ঘ লাইন। ছুটির দিনেই মেলা যেন পেল তার চিরচেনা রূপ। তুলনামূলক বেশি বই বিক্রিতে লেখক-প্রকাশকের মুখে ছিল হাসি

সকালে শিশুপ্রহরে শিশুদের মাতিয়ে রেখেছিল সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি, শিকু। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে শিশু প্রহরে। বাবা-মায়ের সঙ্গে বইমেলায় বই কিনতে দেখা যায় শিশুদের। মেলায় শিশু-কিশোরদের আগমনে বিক্রি বেড়েছে মেলার শিশু চত্বরের স্টলগুলোতে। এই অংশের স্টল মালিকরা জানান, ছুটির দিন ও শিশু প্রহর ছাড়া অন্য দিন মেলায় শিশু-কিশোরদের উপস্থিত কম থাকে। তাই এই সময় শিশু চত্বরে বইয়ের বেচা-কেনাও কম হয়। শুক্র-শনিবার অভিভাবকরা শিশু-কিশোরদের মেলায় নিয়ে আসেন। এই দুই দিন বিক্রিও অন্যান্য দিনের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়।

শিশুদের স্টল ম্যানেজার রাহাতুল ইসলাম বলেন, আজ শিশু প্রহর থাকায় অনেক শিশুরা মা-বাবার সাথে মেলায় এসেছে। তাই অনেক বই বিক্রি হয়েছে। শিশু প্রহর না থাকলে আমাদের স্টলে আনাগোনা খুবই কম থাকে।

ঐতিহ্য প্রকাশনীর বিক্রয়কর্মী আরাফাত ইসলাম বলেন, মেলায় আজকে সর্বোচ্চ বিক্রি হচ্ছে। দর্শনার্থীও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। আজ মেলা অনেক বেশি জমজমাট।

চয়ন প্রকাশনার পরিচালক ওয়াসীম হক বলেন, এমন জমজমাট মেলা আমরা চাই। ছুটির দিনে অন্যরকম আমেজ বিরাজ করে। পাঠকদের মিলনমেলায় পরিণত হয়েছিল আজ বইমেলা। অন্যান্য দিনের তুলনায় বিক্রিও বেড়েছে। আশা করছি দিন যত বাড়বে পাঠক-দর্শনার্থীদের আনাগোনা বাড়বে এবং বিক্রিও বাড়বে।

শোভা প্রকাশের প্রকাশক মিজানুর রহমান বলেন, আজ বেশ জমজমাট মনে হচ্ছে। গত বছরের তুলনায় এবার বই বেশি বিক্রি হবে বলে আশা করছি। আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি জানান, বিক্রি আগের তুলনায় বাড়ছে। দিন যত গড়াচ্ছে মেলা আরো প্রাণবন্ত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com