সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সব পক্ষেরই সচেতনতা দরকার : আলোচনা সভায় অভিমত ক্ষতিপূরণ দাবি বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত ন্যাশনাল মেডিকেল, সোহরাওয়ার্দী ও নজরুল কলেজে হামলা- ভাঙচুর, পরীক্ষা স্থগিত বরাদ্দের মধ্যেই দিবস পালন করতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচনে নিরঙ্কুশ জয় আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেলের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর লোহিত সাগরে হামলা, তারপরও কেন বাড়ছে না জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অভিযান শুরু করলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। কিন্তু এবার যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং লোহিত সাগরের হামলা চলছে, তখন তেলের বাজারে তার তেমন একটা প্রভাব পড়ছে না।

তবে গত মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শক্তিগুলো হামলা চালানোর পর তেলের দাম কিছুটা বেড়েছিল। অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা আছে। কারণ, হিসেবে সিএনএনের সংবাদে বলা হয়েছে, ওয়ালস্ট্রিট এখন অপেক্ষার প্রহর গুনছে, কবে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কামানোর ঘোষণা দেবে। মার্কিন ডলারের বিনিময়মূল্যে তার প্রভাব পড়বে বলে ধারণা করা যায়; সেই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা তো আছেই।

গত সপ্তাহে তেলের দাম বাড়লেও এখনো তা ২০২২ সালের উচ্চতা থেকে অনেক দূরে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম গত বৃহস্পতিবার ছিল ৭৭ দশমিক ৫৯ ডলার। সেই সঙ্গে জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৮৬ ডলার।

তেলের দাম না বাড়ার একটি কারণ হতে পারে চাহিদা কমে যাওয়া। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সাম্প্রতিক মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বৈশ্বিক তেলের চাহিদার প্রবৃদ্ধি কমে দৈনিক ১২ লাখ ব্যারেলে নেমে আসবে, ২০২৩ সালে যা ছিল ২৩ লাখ ব্যারেল। ২০২৩ সালের শেষ প্রান্তিকে অপরিশোধিত তেলের চাহিদার প্রবৃদ্ধি দৈনিক ১৮ লাখ ব্যারেলে নেমে আসে; আগের বছর একই সময়ে যা ছিল ২৮ লাখ ব্যারেল।

ফেব্রুয়ারি মাসের প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে তেলের চাহিদার প্রবৃদ্ধি কমছে। মহামারি–উত্তর সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে তেলের চাহিদা যতটা বেড়েছিল, সেই ধারায় ছেদ পড়েছে।

কোনো কোনো দেশে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি খুবই কম। ধারণা করা হয়েছিল, কোভিডজনিত বিধিনিষেধ প্রত্যাহারের পর ২০২৩ সালে চীনের অর্থনীতি দারুণভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু বাস্তবে দেখা গেল, আবাসন খাতের সংকট, ভোগব্যয় কমে যাওয়া এবং তরুণদের উচ্চ বেকারত্বের কারণে চীনের অর্থনীতি উল্টো আরও গতি হারিয়ে ফেলল। বাস্তবতা এমন পর্যায়ে গেছে যে অনেক অর্থনীতিবিদ ধারণা করছেন, চীন দীর্ঘমেয়াদি স্থবিরতার মুখে পড়েছে।

অন্যান্য বড় দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়—যুক্তরাজ্য ইতিমধ্যে মন্দার কবলে পড়েছে, অর্থাৎ পরপর দুটি প্রান্তিকে দেশটির অর্থনীতি বা জিডিপি সংকুচিত হয়েছে। একই সময়ে জাপান মন্দার কবলে পড়েছে। এ কারণে তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির শিরোপা হারিয়ে জার্মানির পেছনে চতুর্থ স্থানে নেমে গেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আগ্রাসীভাবে নীতি সুদহার বাড়ালেও এখন পর্যন্ত দেশটি মন্দার কবলে পড়েনি। তবে অনেক বিনিয়োগকারী ও অর্থনীতিবিদের সতর্কবাণী, চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র মন্দার কবলে পড়তে পারে। তাঁরা বলছেন, উচ্চ নীতি সুদহার ও মহামারিকালীন সঞ্চয় ফুরিয়ে যাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

অন্যদিকে বিশ্ববাজারে তেলের চাহিদা কমলেও সরবরাহ তুলনামূলকভাবে ভালো। সে কারণেও তেলের দামে একধরনের নিম্নমুখী চাপ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের শেষ ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্র দৈনিক গড়ে ১ কোটি ৩৩ লাখ ব্যারেল অপরিশোধ তেল ও কনডেনসেট (গ্যাসক্ষেত্রে উৎপাদিত তেল) উৎপাদন করেছে; ইতিহাসের কোনো সময় তারা এত তেল উৎপাদন করেনি।

এ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওপেক সদস্যদেশ জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি তেল উৎপাদন করেছে। যেমন ইরাক বেশি উৎপাদন করেছে দৈনিক ২ লাখ ৩০ হাজার ব্যারেল; সংযুক্ত আরব আমিরাত ৩ লাখ ব্যারেল।

আইইএর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্ববাজারে তেলের চাহিদা যতটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে, সরবরাহ তার চেয়ে বেশি বাড়বে। এ কারণে তেলের দাম একধরনের নিম্নমুখী চাপ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com