বিডি ঢাকা ডেস্ক
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আইন শৃংখলা বাহিনীর সহায়তায় আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে দুটি অবৈধ বেহুন্দী জাল, ১টি মশারী জাল, ৬টি চরঘেরা জালসহ বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার অবৈধ বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।