মোঃ হারুন অর রশিদ :রাজশাহীতে ইমো মেসেজিং এর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ায় সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান(৪০) নামে এক প্রতারক কে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ।আটক জুম্মন খান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাসেরহাটের বজরুসার গ্রামের আজিজুল খান ওরফে আজগর খানের ছেলে।সে বর্তমানে ঢাকা মহানগরীর মুগদা থানাধীন মুগদাপাড়া ১ নং গলিতে ভাড়া থাকে।জানা গেছে,প্রতারক জুম্মন খান নিজকে আমেরিকা প্রবাসী পরিচয় দিয়ে রাজশাহীর পবা থানাধীন এক নারীর সাথে ইমো মেসেজিং এর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।প্রেমের এক পর্যায়ে গত জুন মাসে ওই নারীকে সে বিয়ে করে।এরপর প্রতারক দেশে স্হায়ী ভাবে বসবাসের আগ্রহ প্রকাশ করে।এরপর ভিক্টিমের কাছে ব্যবসায়িক সমস্যার কথা বলে বিভিন্ন সময়ে ১১ লক্ষ ৩৯ হাজার ৫ শত টাকা হাতিয়ে নেয়।এরপর ভিক্টিম প্রতারিত হবার বিষয়টি বুঝতে পেরে পবা থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর আরএমপি কমিশনার আবুল কালাম সিদ্দিকের নির্দেশে পবা থানার এসআই (নি:) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আসামী গ্রেফতারে তৎপরতা শুরু করে।এক পর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন,আসামী ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় অবস্থান করছে।তারপর পুলিশের দলটি মতিঝিল থানা পুলিশের সহায়তায় গতকাল (২৭ ডিসেম্বর )রাতে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা হতে আসামী প্রতারক সাইফুল খান শামীম ওরফে জুম্মনকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।