মোঃ হারুন অর রশিদ :চাঁপাই নবাবগঞ্জে ওয়ান শুটারগান ও গুলি সহ সনি ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।আটক সনি জেলার গোমস্তাপুর থানাধীন ছোটবংশপুর এলাকার সেন্টু মিয়ার ছেলে।র্যাব-৫,রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ,গতকাল চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন এখলাসপুর এলাকায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ী সনি ইসলামকে আটক করে।আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।