বিডি ঢাকা ডেস্ক
ভ্যাট আরোপের ফলে মেট্রোরেলের ভাড়া বাড়ছে-এমন খবর ক্ষোভের সৃষ্টি হয়েছে নগরবাসীর মধ্যে। এমতাবস্থায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, হঠাৎ করে মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে শুক্রবার দুপুরে তিনি এ কথা বলেন।
মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কারা হঠাৎ করে জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিল। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। গণপরিবহণের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি।