বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১১নং ওয়ার্ডের সুন্দরপুরে আসাদ-আকলিমা মহিলা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা আরশাদ আলী পরিবারের ব্যবস্থপনায় এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, আসাদ-আকলিমা মহিলা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মশিউল করিম বাবু, চেম্বারের পরিচালক মফিজ উদ্দিন, আসাদ-আকলিমা মহিলা ইয়াতিমখানার প্রতিষ্ঠাতা রেজাউল করিম, সভাপতি মো. শহিদুল ইসলাম, সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ১১ নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল হাই, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল। সংক্ষিপ্ত আলোচনা শেষে মোনাজাত দোয়া করা হয়।