বিডি ঢাকা ডেস্ক
তাপমাত্রা বেড়েই চলেছে। সব রেকর্ড ভেঙে দাবদাহের পারদ ঊর্ধ্বমুখী। চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে জেলায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম বলেন, দু-একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। যে কারণে তাপমাত্রা আরও কমবে।
এরআগে বুধবার (১ মে) ৪২ দশমিক ৮, মঙ্গলবার (৩০ এপ্রিল) ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চুয়াডাঙ্গার ৩৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তবে দিন দিন জেলার তাপমাত্রার পারদ নামছে। গত দুদিনে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে গেছে।
এদিকে, কড়া রোদ থাকায় বাতাসে আগুনের হল্কা অনুভূত হচ্ছে। ভরদুপুরে খোলা আকাশের নিচে কিংবা পাকা রাস্তায় চলাফেরা করা সম্ভব হচ্ছে না। তেতে আছে সড়কের পিচ।
গত ২৪ এপ্রিল রাতে চুয়াডাঙ্গায় দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়। তারপরও অসহ্য গরম থেকে মুক্তি পাননি জেলাবাসী। ৪১-৪৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ওঠানামা করেছে।
তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮-৪০ ডিগ্রির কম হলে তা মাঝারি এবং ৪০-৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।