বিডি ঢাকা ডেস্ক
রাজশাহী নগরীর বিনোদপুর বাজার থেকে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর মতিহার থানা পুলিশ আজ শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতর নাম আসগর আলী (৪৮)। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার খোজাপুর এলাকার আশরাফ আলীর ছেলে।
নগর পুলিশ জানায়, আসগর আলীর বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।এরই প্রেক্ষিতে আজ সকালে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসগর আলী মতিহার থানার বিনোদপুর বাজারে অবস্থান করছে।
এমন সংবাতের ভিত্তিতে পুলিশ সকাল সাড়ে ১০ টার দিকেব অভিযান চালিয়ে আসগর আলীকে বিনোদপুর বাজার থেকে গ্রেপ্তার করে।পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।