বিডি ঢাকা ডেস্ক
রাজশাহী নগরীর হড়গ্রাম পূর্ব মোল্লাপাড়া এলাকা থেকে টেলিভিশন চুরির ঘটনায় তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া টেলিভিশন উদ্ধার করা হয়েছে। নগরীের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে টেলিভেশন উদ্ধার ও তিন চোরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- কাউসার আলী (৪০), রাকিব (৩২) ও ফজলুল হক (৬২)। কাউসার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে, রাকিব একই থানার পূর্ব রায়পাড়ার মো: আসর উদ্দিনের ছেলে ও ফজলুল হড়গ্রাম পূর্বপাড়ার মৃত খোস মোহাম্মদের ছেলে।
নগর পুলিশ জানায়, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব মোল্লাপাড়া এলাকার প্রভাস টুডু ও তাঁর স্ত্রী গত ৫ মে সকালে তার বৃদ্ধ মাকে বাড়িতে রেখে অফিসের উদ্দ্যেশে বের হন। প্রভাস টুডুর মা সকাল সাড়ে ১০ টায় ঘরে শিকল দিয়ে পাশে বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে দেখেন টেলিভিশনটি নাই। তারা আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল চোরাই টেলিভিশন উদ্ধারসহ চোরদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া মোড়ে অভিযান চালিয়ে কাউসার নামে একজনকে গ্রেপ্তার করে। কাউসারের দেওয়া তথ্যমতে সকাল ১০ টায় রাকিবকে এবং সাড়ে ১০ টায় ফজলুলকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া টেলিভিশনটি উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।