বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীর তানোরে ২য় বারের মত বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাকে পাঁচন্দর ইউপির আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ মহিলালীগ সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে গনসংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকালে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিনের নেত্রীত্বে কয়েক’শ নেতা কর্মি ও সমর্থকসহ জনসাধারণ একত্রে এসে ফুলের তোড়া ও মালা পরিয়ে গনসংবর্ধনা দেন। এসময় উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপির উত্তর শাখা আ’ লীগ সাধারন সম্পাদক একরামুল হক, উত্তর শাখা যুবলীগ সভাপতি কামরুল ইসলাম, দক্ষিণ শাখা যুবলীগ সভাপতি জিয়াউর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ ও মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি সমর্থকসহ জন সাধারণ উপস্থিত ছিলেন।